Home কিংবদন্তি

কিংবদন্তি

গানের ভেতরে এখনো আছে বেঁচে থাকার মানে

যাত্রার বিবেক গানে অনিবার্যই ছিলেন গৌরাঙ্গ আদিত্য। আলোকিত যাত্রাযুগে উজ্জ্বল মঞ্চে দর্শকের বিবেককে স্পর্শ করেছিলো গৌরাঙ্গের গান ও গায়কী।  বাংলার মানুষ গান শুনে কাঁদে।  গাইতে গাইতে কাঁদে।  সেবা ও সহমর্মিতায়, প্রেম ও মিলনাকাক্সক্ষায়, আধাত্ম-প্রেম ও আচারিক প্রার্থনায় বাঙালির ঘরে সকাল-সন্ধ্যা গান বাজে। এই গান অন্তরজাত। মাটিজাত। গান গাইতে গাইতে সহজ বাঙালি সহজে অধরা ধরেন। পাপ […]