Home বিশেষ সংখ্যা জলঘুমে অথরা : পাঠ ও অন্তর্গত বিশ্লেষণ

জলঘুমে অথরা : পাঠ ও অন্তর্গত বিশ্লেষণ

জলঘুমে অথরা : পাঠ ও অন্তর্গত বিশ্লেষণ
98
0

এ সময়ের তরুণ কবিদের মধ্যে অন্যতম “সৌহার্য্য ওসমান”। আশ্চর্য এক নিমগ্নতায় কবিতা চর্চা করে যাচ্ছেন তিনি। প্রিন্ট পোয়েট্রি থেকে ২০১৯ এর একুশে বই মেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ “জলঘুমে অথরা”। প্রচ্ছদ এঁকেছিলেন সারাজাত সৌম।
নিভৃত পাঠ ছাড়া কবিতার রসাস্বাদন প্রায় অসম্ভব। পাশাপাশি গ্রন্থালোচনা বিশেষ করে লেখককে উন্মোচনের সুযোগ করে দেয়। পাঠকও নিজ উপলব্ধির বাইরে গিয়ে ভিন্নতর স্বাদের আমেজ পান। এটি লেখক-পাঠকের মাঝে অনন্য এক সেতুবন্ধ তৈরি করে। তাই সাহিত্যের প্রতিটি শাখায় পর্যালোচনার জায়গাটি বৃহৎ পরিসরে হওয়াই কাম্য।

কিংবদন্তি’র এ বিশেষ সংখ্যায় কবি সৌহার্য্য ওসমানের “জলঘুমে অথরা” কাব্যগ্রন্থ নিয়ে আমাদের আয়োজন–

জলঘুমে অথরা : পাঠ ও অন্তর্গত বিশ্লেষণ

এ বিশেষ সংখ্যায় পর্যালোচনা লিখেছেন –

(98)

কিংবদন্তি 'কিংবদন্তি' সময়ের অভিমুখে নিজের পদচ্ছাপ রেখে যেতে চায়। কবিতা, গল্প, প্রবন্ধ তথা শিল্পের সকল শাখাই তার অভিলক্ষ্য। 'কিংবদন্তির' ইচ্ছে সমসাময়িক থাকা। অনলাইন ওয়েবম্যাগ হিসেবে শিল্প-সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত সবাইকে সঙ্গে নিয়ে হাঁটতে চায় 'কিংবদন্তি'। এটি যেমন কারোর একার নয়, তেমনি সত্য ও সুন্দরের পথে ধাবমান যে-কারোর একান্ত নিজের। 'কিংবদন্তি' নান্দনিক স্বার্থে এই প্যারাডক্স নিয়েই চলতে চায়। সফলতা নয় সার্থকতাই এর মূল লক্ষ্য।