Home কবিতা বিদ্যানন্দ নগর

বিদ্যানন্দ নগর

বিদ্যানন্দ নগর
9
0

পুড়ে যাচ্ছে

পুড়ে যায়

পুড়ে গেলো- বিদ্যানন্দ নগর

আলেকজান্দ্রা ক্যাসেল

ছেলেবেলার উঠোন জুড়া দেবদারু গাছ

লোহা-লক্কড়ের গুদাম

ব্রহ্মপুত্রের পাড়ে স্পার্কিং ক্যান্ডেলে আয়োজিত একটি উদযাপনের সন্ধ্যায় –

হলুদের ডালায় কে, কি

এনেছিলো হাতেম

গরুর রেজেলার টসটসে মাংসে

আমি তো কেবলি ভালোবাসা দেখেছি –

দেখেছি, চারপাশের এই বসন্ত দিনে

আগুনের লেলিহান লালসার সাথে

বাতাসে মেশানো পোলাওয়ের ঘ্রাণে মাতোয়ারা

বিদ্যানন্দ নগর

সবজির হাট

ভেতরে -বাহিরে লালিত গলিত শিলাস্তরের বিচ্যুতি আর ফিটিংস পোশাকের সাথে

বুক ফেটে বেরিয়ে আসে

বুবু…

যাকে আমি দাদি বলে ডাকতাম

তাঁর জন্যে কেবলি আকাশটা রেখে দিলাম

মেহেদী মাখানো তাঁর আঙুলের কাছে

জল ভরা গেলাসের আরাম অনুভূতির সঙ্গে

শেষ হয়

বিদ্যানন্দ নগরের আয়োজন

(9)

সৌহার্য্য ওসমান ২৮ ডিসেম্বর ১৯৮৩ ইং ময়মনসিংহের মুক্তাগাছায় জন্ম গ্রহণ করেন।
প্রকাশিত কাব্যগ্রন্থঃ জলঘুমে অথরা (২০১৯), পাতার রঙ জলপাই (২০২১)
সম্পাদক ছোট কাগজঃ কিংবদন্তি
সম্পাদকঃ kingbodonty.com