জলঘুমে অথরা : চৈতন্য দ্রোহে এক নাগরিক চিত্রকলা
অথরা’ কবির চৈতন্য; কোন নারী নয়, ‘জলঘুমে অথরা’ প্রেমের কাব্যগ্রন্থও নয়। তন্দ্রাচ্ছন্ন কবির আত্মচৈতন্য প্রকাশ পেয়েছে যাকে তিনি জাগিয়ে তুলতে চান নাগরিক জীবনের দ্রোহ আর ভালোবাসায়। তিনি কাব্যগ্রন্থটি জুড়েই অথরার বন্ধনা করে গেছেন বিভিন্ন সুরে বিভিন্ন ব্যাঞ্জনায়। ভিন্ন ভিন্ন চিত্রকল্পে অথরাকে এঁকেছেন শিল্পীর নিখাঁদ তুলির আঁচড়ে।