Home মোস্তফা হামেদী

মোস্তফা হামেদী

চাঁদপুর জেলার ফরিদ্গঞ্জে ২৭শে আগস্ট ১৯৮৫ সালে কবি মোস্তফা হামেদী জন্ম গ্রহন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি সরকারি মুজিব কলেজ (কোম্পানীগঞ্জ, নোয়াখালী) এ বাংলা বিভাগে কর্মরত আছেন।
প্রকাশিত কাব্যগ্রন্থঃ মেঘ ও ভবঘুরে খরগোশ (২০১৫), তামার তোরঙ্গ (২০১৮), শেমিজের ফুলগুলি (২০২০)।

নন্দনদৃশ্য

নন্দনদৃশ্য - মোস্তফা হামেদী তার কবিতায় প্রয়োজনীয় শব্দের গাঁথুনিতে ক্রমান্বয়ে লিখে চলেছেন এমন - অন্তঃসারশূন্য এই এঁদো জলসায়, একটা ভেঁপু বাজে প্রাণ মন্দিরার সুরে।