Home Tag "জলঘুমে অথরা পাঠে রহস্যের গন্ধ"

জলঘুমে অথরা পাঠে রহস্যের গন্ধ

পড়ছিলাম কবি সৌহার্য্য ওসমানের 'জলঘুমে অথরা' কাব্যগ্রন্থটি। কাব্যগ্রন্থটি পড়ার পর মনে হলো প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হিসেবে বেশ ভালোই হয়েছে। কবি তার কবিতার ভেতর গ্রামীন ও শহুরে জীবনের অলিগলি পথ হেঁটে, কখনো মনের ভেতরের রাস্তায়ও উঁকি দিয়েছেন খুব দক্ষতার সাথে।