Author: জাহিদ জগৎ

রাজবাড়ী জেলার কালুখালিতে কোন এক ভাদ্রমাসে জন্ম। বর্ষার পানির উপর বাঁশের মাচায় ভাসতে ভাসতে যাত্রার শুরু। ভেঙেছেন, গড়েছেন - থামেন নি কখনো। নদী- জঙ্গল, পাহাড় ভেঙ্গে মানুষে মানুষে মিশে যাবার স্রোত বুকে নিয়ে লিখেছেন গান, কবিতা, উপন্যাস। অন্নদাস - লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস। অচ্ছুত জীবন সম্পর্কে 'অন্নদাস' অদ্ভুত এক চোখ হয়ে জেগে আছে বাংলার চতুর্মুখে। 'সাপের খামার' তার দ্বিতীয়তম প্রকাশনা। ৯ টি গল্প নিয়ে গড়ে তোলা হয়েছে একটি খামার। গানের মতোই দস্যু, পথে প্রান্তরে লড়াই করে বাঁচতে ভালোবাসেন এই দস্যু জগৎ।